জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম :বগুড়া জেলার দুপচাঁচিয়ায় চাঞ্চল্যকর মা উম্মে সালমা হত্যার অভিযোগে র্যাবের হাতে গ্রেফতার ছেলে সাদ ইবনে আজিজারকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন বগুড়ার চিফ জুডিশিয়াল আদালত।
গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে দুপচাঁচিয়া থানা পুলিশ সাদকে বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেয়।নেওয়ার পরে শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মেহেদী হাসান তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। সন্ধ্যায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
এদিকে দেশের চাঞ্চল্যকর উম্মে সালমা হত্যা মামলায় গ্রেফতারের ঘটনা নতুন মোড় নিয়েছে। মা কে ছেলে নয়,তার বাসার ভাড়াটিয়ার হাতে খুন হোন উম্মে সালমা। এ ঘটনায় অভিযুক্ত মাবিয়া আক্তার ও দুই সহযোগীকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করে দুপচাচিয়া পুলিশ। বুধবার সাদকে আদালতে আনা হলে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড পায় পুলিশ। এতেই উদ্ধঘাটন হয় চাঞ্চল্যকর তথ্য।
রিমান্ডে সাদ মাকে হত্যার দায় অস্বীকার করে। পরে সালমার ব্যবহৃত মুঠোফোন ও বাড়ির ইন্টারনেট রাউটার মামলার আলামত হিসেবে খুঁজতে গিয়ে খোলে এই চাঞ্চল্যকর হত্যার রহস্যের জট। পুলিশ জানতে পারে, বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারের অনৈতিক কাজে বাধা দেয়ায় হত্যার শিকার হয় সালমা। অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় তার সাথে অভিযুক্ত দুই সহযোগী মোসলেম ও সুমন চন্দ্র দাসকে ৷ আসামিদের কাছ থেকে আলামত হিসেবে উদ্ধার করা হয় মুঠোফোন, রাউটার ও বাড়ির চাবি, হত্যায় ব্যবহৃত ভ্যান গাড়ি।
বগুড়া আদালতের পুলিশ পরিদর্শক জনাব মোসাদ্দেক হোসেন জানান, রিমান্ড শেষে সাদকে আদালতে আনা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। এই সময় সাদের পক্ষে কেউ জামিন শুনানি করেননি।
আপনার মতামত লিখুন :