জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম :বিএনপির স্থায়ী কমিটির সদস্য জননেতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘গণতন্ত্র রক্ষায় দেশের মানুষ ঐক্যবদ্ধভাবে গত ১৭ বছর লড়াই করেছেন। শেষ পর্যন্ত গত ৫ই আগস্ট আমরা সবাই মিলে আন্দোলনকে সফল করেছি। কাজেই আন্দোলনে কার কতটুকু কৃতিত্ব এ নিয়ে বিতর্ক সৃষ্টি করার ইচ্ছে নেই বিএনপির। কারও যদি ইচ্ছে থাকে তাহলে তারা আন্দোলনের প্রতি অসম্মান জানাবে। এই আন্দোলন স্বল্প মেয়াদি ছিল না। এই আন্দোলন ছিল দীর্ঘমেয়াদি। এর কৃতিত্ব আমরা দেশের সবাইকে দিতে চাই। বিএনপি একা নিতে চায় না। কেউ যদি এর কৃতিত্ব হাইজ্যাক করে বলে তারাই সব করেছে, তাহলে আন্দোলনের প্রতি অসম্মান জানাবেন তারা।’
বুধবার (২০ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের উলিপুর উপজেলার শহীদ মিনার চত্বরে উপজেলা বিএনপির আয়োজনে জনসভায় এসব কথা বলেন তিনি।
জনাব আমির খসরু বলেন, ‘বিএনপি আজ শক্তিশালী দল, সেই শক্তিকে ভালো কাজে লাগাতে হবে। গত ১৭ বছরে হাজার হাজার বিএনপি নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, পঙ্গু হয়েছে। এত ত্যাগের পর বিএনপি আজ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। বিএনপির নেতাকর্মীরা জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছে।’
আগামীতে সরকারের রূপরেখার ধারণা দিয়ে তিনি বলেন, ‘দেশের রাজনীতিতে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আরেকটা দৈত্য যাতে সৃষ্টি না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করা হবে। প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা দেওয়া যাবে না। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্যেই সব সংস্কার রয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে জাতীয় সরকার গঠন করা হবে। দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠন করা হবে।’
উলিপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব হায়দার আলী মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জনাব ওবায়দুর রহমান বুলবুলের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জনাব আসাদুল হাবীব দুলু, চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য জেলা বিএনপির সাবেক সভাপতি জনাব তাসভীর উল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সোহেল হোসাইন কায়কোবাদ ও জেলা মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা প্রমুখ।
আপনার মতামত লিখুন :