জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম :চাঁপাইনবাবগঞ্জের শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইট-পাটকেল নিক্ষেপ করেছেন দুর্বৃত্তরা। গত শুক্রবার (৮ নভেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। এর এক ঘন্টা পরই ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে সনাতন ধর্মাবলম্বীরা। পরে পুলিশ প্রশাসন ও সেনাসদস্যদের আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।
এদিকে এই হামলার সঙ্গে জড়িত এর দায়ে এখন পর্যন্ত ৪ জনকে আটক করেছেন পুলিশ। আটককৃতরা হলেন- সদর উপজেলার আজাইপুর এলাকার মোজাহিদ হোসেন, পিটি আই বস্তিপাড়া এলাকার বাদল হোসেন, একই এলাকার রানা ও মো:সালেক আহমেদ।
এছাড়াও জানা গেছে, গত শুক্রবার রাতে শিবতলায় চরজোতপ্রতাপ দুর্গামাতা ঠাকুরানি মন্দিরে ইটপাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এ সময় মন্দিরের গেটের কয়েক স্থানে ক্ষতি হয়। এর ঘণ্টাখানেক পরই স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। এ সময় রাস্তায় সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়েই সেনাবাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে এসে জড়িতদের আটকের আশ্বাস দিলে অবরোধকারিরা অবরোধ প্রত্যাহার করে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ জনাব মো: এস এম জাকারিয়া হোসেন জানান, হামলার ঘটনার পরই রাতেই পুলিশের অভিযানে হামলাকারীদের চারজনকে আটক হয়। বাকিদেরকেও আইনের আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :