ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪, ১১:৩৯ পূর্বাহ্ন

এবার নতুন তিন উপদেষ্টা, কে পেলেন কোন মন্ত্রণালয়


admin news প্রকাশের সময় : ১০/১১/২০২৪, ১০:৫৯ অপরাহ্ন /
এবার নতুন তিন উপদেষ্টা, কে পেলেন কোন মন্ত্রণালয়

জয়পুরহাট টুয়েন্টি ফোর ডটকম:আবারও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। এর মধ্যে পুরনোদের কয়েকজনের দায়িত্ব রদবদল হয়েছে। কারো কারো দায়িত্ব বেড়েছে। এ ছাড়া নতুন করে যুক্ত তিনজনকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) সন্ধ্যায় নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পরপর মন্ত্রিপরিষদ থেকে এক প্রজ্ঞাপনে দায়িত্ব পুনর্বণ্টনের কথা জানানো হয়।

নতুনদের মধ্যে জনাব মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন জনাব আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

জনাব সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব।
এদিকে জনাব মাহফুজ আলমকে কোন দপ্তর দেওয়া হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। প্রধান উপদেষ্টাসহ এই সরকারের সদস্যসংখ্যা ছিল ২১। নতুন তিন উপদেষ্টাসহ এই সংখ্যা দাঁড়াল ২৪ জনে।